‘মোখা’য় বিপর্যস্ত সিত্তে, মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ মে, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
প্রান্তডেস্ক:অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে শহর। ঝড়ে টাওয়ার ভেঙে পড়ায় শহরটির বিভিন্ন এলাকায় মোবাইল ফোন এবং ইন্টারনেট যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর মিয়ানমার নাও-এর।
সংবাদমাধ্যমটি জানায়, রোববার স্থানীয় সময় দুপুরের পর ঘণ্টায় ২২০ কিলোমিটার গতিবেগ নিয়ে ঝড়টি সিত্তের দিকে অগ্রসর হয়। এ সময় বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি, মোবাইল অপারেটেরের টাওয়ার এবং গাছপালা উপড়ে পড়ে। উড়ে যায় ঘরের চালা। দালান-ঘরগুলোও কাঁপতে থাকে।
এ ছাড়া মোখার প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় সিত্তে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।উদ্ধারকারীরা জানিয়েছেন, ঝড় ও বন্যার কারণে বাড়িঘর এবং অন্যান্য অবকাঠামোগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রাখাইনের উপকূলীয় এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৯৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং জোয়ারের পানির উচ্চতা ২০ ফুট পর্যন্ত বাড়তে পারে।