তুরস্কে চলছে ভোটগ্রহণ, কঠিন পরীক্ষায় এরদোয়ান

প্রান্তডেস্ক:তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে সংসদ সদস্যদের পাশাপাশি তুরস্কের ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।
দুই দশক ধরে ক্ষমতায় থাকা রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য এ নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণের জন্য দেশজুড়ে এক লাখ ৯১ হাজার ৮৮৫ ব্যালট বক্স দেশটির বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।
নির্বাচনে ভোট দিতে এরই মধ্যে ৬ কোটি ৪১ লাখ তুর্কি নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৭ লাখের বেশি প্রবাসী তাদের ভোট প্রয়োগ করেছেন। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।
নির্বাচনে ভোট দিতে এরই মধ্যে ৬ কোটি ৪১ লাখ তুর্কি নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৭ লাখের বেশি প্রবাসী তাদের ভোট প্রয়োগ করেছেন। দেশটির মোট ভোটারের মধ্যে ৪৯ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন।