কর্ণাটকে ঝড় তুলেও মাথাব্যথা কংগ্রেসের
প্রকাশিত হয়েছে : ১৩ মে, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪ বার পঠিত
প্রান্তডেস্ক: ডি কে শিবকুমার না কি সিদ্দারামাইয়া? কর্ণাটকে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, আপাতত এই সিদ্ধান্ত নেয়াই কংগ্রেসের কাছে সবথেকে কঠিন চ্যালেঞ্জ৷ দুই নেতাই মুখ্যমন্ত্রীর চেয়ার পাওয়ার আশায় রয়েছেন৷কর্ণাটকে প্রকৃত অর্থেই কংগ্রেস ঝড়৷ এ মুহূর্তে ১২৯টি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা৷ বিজেপি-র এগিয়ে রয়েছে ৬৭ আসনে৷
নিজে জিতলেও কর্ণাটকে বিজেপি-র পক্ষ থেকে কর্ণাটকে হার স্বীকার করে নিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই৷
কর্ণাটকের ফল ২০২৪-এর আগে বিজেপি-কে মানুষের বার্তা৷ এমনই দাবি করলেন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ৷ তার দাবি এই ফল বিজেপি-র মিথ্যে প্রতিশ্রুতি এবং নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে৷ সূত্র: নিউজ ১৮।