পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত
প্রান্তডেস্ক:পাকিস্তানি সংবাদমাধ্যম দা ডন জানিয়েছে গতকাল ১০এপ্রিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে দুটি পৃথক বিস্ফোরণে দুই পুলিশসহ চার ব্যক্তি নিহত হয়েছেন।আহত হয়েছেন ২২ জন।পাকিস্তানি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকার কান্দাহারি বাজারের কাছে থাকা পুলিশের একটি গাড়ির পাশে প্রথম বিস্ফোরণটি ঘটে। হামলার ঘটনায় বিস্ফোরক ভর্তি একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়।এই বিস্ফোরণে পুলিশের দুজন সদস্যসহ চারজন নিহত হন।আহত হন ১৮ জন , এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।অন্যদিকে একই শহরে পুলিশের এক স্টেশন হাউজ অফিসারকে (এসএইচও) লক্ষ্য করে চালানো আরেকটি বোমা হামলা ।এতে আহতহয়েছেন আরও ৪জন ।নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।