এই সরকার এখন সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

সোমবার রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি সন্ত্রাসী হামলায় আহত নাটোর সদর থানা বিএনপির নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা মুখে এক কথা বলেন, আর কাজে করেন আরেকটা। তারা মুখে বলবে গণতন্ত্রের কথা, ছাড় দেওয়ার কথা। তারা ছাড় দেওয়ার কে? এটা তো আমাদের সাংবিধানিক অধিকার। আর যখনই এই সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে যাই, তখন তারা বল প্রয়োগ করে নির্যাতন করে, সন্ত্রাসী করে হত্যার চেষ্টা করবে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার করবে। এটা কখনো এই দেশের মানুষ অতীতে মেনে নেয়নি, আগামীতেও নেবে না।