‘যুক্তরাষ্ট্রে হামলার জন্য’ আন্ডারওয়াটার ড্রোন পরীক্ষা উ. কোরিয়ার
.png)
প্রান্তডেস্ক: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পারমাণবিক হামলার জন্য পরিকল্পিত অস্ত্রের পরীক্ষা তদারকি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এসব অস্ত্রের মধ্যে ‘আন্ডারওয়াটার ড্রোন’ও ছিল, যা সাগরে ‘রেডিওঅ্যাকটিভ সুনামি’ ছড়িয়ে শক্রপক্ষের জাহাজ ও বন্দর ধ্বংস করতে সক্ষম। খবর এনডিটিভি ও আল-জাজিরার।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ আজ শুক্রবার বলছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়।এতে বলা হয়েছে, আন্ডারওয়াটার ড্রোনটি বিস্ফোরণের আগে তার পূর্ব উপকূলে প্রায় ৬০ ঘন্টা অবস্থান করেছিল।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক কৌশলগত এ অস্ত্রের মিশন হচ্ছে গোপনে শত্রুপক্ষের জলসীমায় ঢুকে এরপর ভয়াবহ মাত্রায় ধ্বংসাত্মক বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয় সুনামি তৈরি করা। যা দিয়ে শত্রুপক্ষের যেকোনো উপকূল ও বন্দরে হামলা চালানো যাবে।