সিলেটের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৯ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেটের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল(২২ মার্চ,বুধবার ) সকাল পর্যন্ত সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।