হৃদরোগে আক্রান্ত জননেতা সলমান আহমদের পরিপূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া কমনা করছেন তাঁর স্বজন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৯ বার পঠিত
প্রান্তডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি, সিলেট ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক,জননেতা লোকমান আহমদের ছোট ভাই জাসদ-সিলেট জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সলমান আহমদ গত ৯ মার্চ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৭দিন চিকিসানিয়েও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল ১৫মার্চ তাঁকে ঢাকা গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে নিয়ে য়াওয়া হয়েছে।বর্তমানে সলমান আহমদ ঢাকার গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।অসুস্থ জননেতা সলমান আহমদের পরিবার পরিজন,ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সর্ব সস্তরের নেতা কর্মি তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া কমনা করছেন ।