সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীর পাশে- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত

প্রান্তডেস্ক:গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি গতকাল ১৫মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীকে দেখতে রাজধানীর ঢাকা ইউনাইটেড হসপিটালে ছুটে যান ।গত১৪মার্চ রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। রাতেই সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও তার হার্টের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট চিকিৎসকগণ দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে প্রেরন করেন। আরিফুল হক চৌধুরী ডায়াবেটিস, হাইপ্রেশার এবং গ্যাস্ট্রিকে ভুগছেন।
এসময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থতার সংবাদ পেয়ে আমি ইউনাইটেড হসপিটালে যাই। মেয়রের শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক আছে। তর দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।এদিকে মেয়র আরিফুল হক চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় নগরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক প্রমুখ।