এই দিনে :১৪ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ, ২০২৩ ১:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত
১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। পরিবারের সঙ্গে তার শৈশব কাটে এবং শিক্ষাজীবন শুরু হয় মিউনিখে। পরে ইতালি ও সুইজারল্যান্ডে স্কুলজীবন কাটান তিনি। ১৮৯৬ সালে জুরিখের সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হয়ে পদার্থবিদ্যা ও গণিতে শিক্ষকতার প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। ১৯০১ সালে এই ডিপ্লোমা অর্জনের বছরই সুইস নাগরিকত্ব পান আইনস্টাইন। কিছুদিন পর সুইস পেটেন্ট অফিসে ‘কারিগরি সহকারীর’ চাকরিতে যোগদান করেন। সেখানে থেকেই তিনি ১৯০৫ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯০৮ সালে বার্র্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯০৯ সালেই জুরিখ বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি। ১৯১১ সালে প্রাগ বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক পদে যোগ দিয়ে পরের বছরই একই পদে আবার জুরিখ বিশ্ববিদ্যালয়ে চলে আসেন আইনস্টাইন। ১৯১৪ সালে কাইজার ভিলহেম ফিজিক্যাল ইনস্টিটিউটের পরিচালক এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন এবং ওই বছরেই জার্মানির নাগরিকত্ব লাভ করেন আইনস্টাইন। রাজনৈতিক কারণে তিনি নিজের নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়ার আগে ১৯৩৩ সাল পর্যন্ত তিনি বার্লিনেই ছিলেন। পরে আমেরিকার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৪০ সালে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৫৫ সালের ১৮ এপ্রিল নিউ জার্সির প্রিন্সটনে মৃত্যুবরণ করেন আইনস্টাইন। ১৯১৬ সালে আইনস্টাইন তার বিখ্যাত ‘থিওরি অব রিলেটিভিটি’র তত্ত্ব প্রকাশ করেন। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৯৯ সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে ‘শতাব্দীর সেরা ব্যক্তি’ ঘোষণা করে।