তুরস্কে নিখোঁজ বগুড়ার গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার
প্রান্তডেস্ক: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার গোলাম সাঈদ রিংকুকে জীবিত উদ্ধার করা হযেছে।
রিংকুর ছোট ভাই গোলাম রসুল রিফাত মঙ্গলবার রাতে জানান, তুরস্কে বসবাসকারী স্বজনদের কাছে জেনেছেন তার ভাই বেঁচে আছেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রিংকু বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের দেওনাই গ্রামের গোলাম রব্বানীর ছেলে। কাগইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। এরপর বগুড়া শহরের এপিবিএন স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়তে যান।
সেখানে কারামানমারাস বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম চাকরি করতেন কৃষক পরিবারের সন্তান রিংকু।
মঙ্গলবার দুপুরে স্বজনেরা জানান, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাস এলাকায় রিংকু বসবাস করতেন। তুরষ্কের ভয়াবহ ভূমিকম্প সেই ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এরপর থেকে তার বন্ধুবান্ধবরা তার খোঁজ পাচ্ছিলেন না। এই খবর গতকাল সোমবার সন্ধ্যায় রিংকুর বাড়িতে জানান তারা।
ভূমিকম্পের পর থেকে তার সাথে যোগাযোগ করতে পারেনি রিংকুর পরিবারের লোকজন। এরপর বাড়ির লোকজনও তাকে ফোনে পাচ্ছিলেন না। তবে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে রিংকুর বন্ধুরা তাকে উদ্ধারের খরবটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তার রিংকুর ফুফাতো ভাই খায়রুল ইসলাম।
রিংকুর ভাই গোলাম রসুল রিফাত জানান, ‘ভাই ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকে ছিল। সেখান থেকে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে। শীতের কারণে আমার ভাই অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারের পরে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার গুরুতর কোনো জখম হয়নি।’