সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৫৪ বার পঠিত
প্রান্তডেস্ক:সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি শহরের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।