এই দিনে:২ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত
প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী কামরুল হাসান ১৯৮৮ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পুরো নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান। ১৯২১ সালের ২ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে। কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস থেকে ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। দেশবিভাগের পর ঢাকায় চলে আসেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে আর্ট স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। একাত্তরের উত্তাল মার্চে শিল্পীদের ‘স্বা-ধী-ন-তা’ মিছিলের অন্যতম সংগঠক এবং বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার দপ্তরের শিল্প বিভাগের পরিচালক হন তিনি। পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খানের রক্তপায়ী হিংস্র মুখমণ্ডলের স্কেচ ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ একাত্তরে গণহত্যার এক অসামান্য চিত্রদলিল হয়ে আছে। ১৯৮৮ সালের জাতীয় কবিতা পরিষদের অধিবেশনে আঁকেন জীবনের শেষ স্কেচ ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’। এই ক্যারিকেচার আঁকার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পথিকৃৎ এই শিল্পীর চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটায় তিনি ‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরির কাজে যুক্ত ছিলেন।