আজ কমরেড আসাদ্দার আলীর ৩৩ তম প্রয়ান দিবস
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ২৬ বার পঠিত

১৯৯০ সালের ২রা ফেব্রুয়ারি কমরেড আসাদ্দর আলী শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কমরেড আসাদ্দর আলী ছিলেন বাম রাজনীতির এক বাতিঘর। তাঁর আজীবনের স্বপ্নছিল অসাম্প্রদায়িক, শোষণ মুক্ত গনতান্ত্রিক, সমাজতান্ত্রিক বাংলাদেশের।
আজ ৩৩ তম প্রয়ান দিবসে”সিলেটপ্রান্ত” এই মহান নেতাকে স্মরন করছে বিনম্র শ্রদ্ধায় আর জানাচ্ছে লাখো সালাম।