তথ্যমন্ত্রীর সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
জাতীয়প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে ফুল দিয়ে সাক্ষাৎকরেন। প্রান্তডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত কমিটির পক্ষে নেতৃত্ব দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হাসান হাফিজ, রেজওয়ানুল হক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, আশরাফ আলী, কোষাধক্ষ্য সাহেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ফরিদ হোসেন, কাজী রওনক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস হোসেন, শাহানাজ বেগম পলি, মোমিন হোসেন ও সীমান্ত খোকন।