কোরআন পোড়ানোর পর ন্যাটোর বিরুদ্ধে সুইডেনকে সতর্ক করলেন এরদোয়ান
প্রান্তডেস্ক::স্টকহোমে আঙ্কারার দূতাবাসের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোমবার সুইডেনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ন্যাটোতে যোগদানের জন্য তার সমর্থন আশা করা উচিত নয়।
এরদোয়ান শনিবার একজন ইসলাম বিরোধী রাজনীতিকের কার্যক্রমের জবাবে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর জন্য আমাদের কাছ থেকে সমর্থন আশা করা উচিত নয়।’ তিনি বলেছেন, তুরস্কের আপত্তি সত্ত্বেও সুইডিশ পুলিশ এই বিক্ষোভের অনুমোদন দিয়েছে।
এরদোয়ান ইতোমধ্যেই বেশ কয়েকটি কঠিন শর্ত তৈরি করেছে যার মধ্যে সুইডেনের কাছে কয়েক ডজন কুর্দি সন্দেহভাজনদের প্রত্যর্পণের দাবি রয়েছে। তাদের বিরুদ্ধে আঙ্কারা হয় ‘সন্ত্রাসবাদ’ নয়তো ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ করেছে।
সুইডেনের শীর্ষ মন্ত্রীদের সফর আঙ্কারা বাতিল করায় এটি সুইডেনকে ঝাঁকুনি দিয়েছে। স্টকহোম একটি সাংবিধানিক সংশোধনীও করেছে যাতে আঙ্কারার দাবিকৃত কঠোর সন্ত্রাস বিরোধী আইন পাস করা সম্ভব হয়।
কিন্তু এই মাসের গোড়ার দিকে স্টকহোমের সিটি হলের বাইরে একটি ছোট কুর্দি দল এরদোয়ানের কুশপুত্তলিকা টাঙ্গিয়ে দিলে পরিস্থিতি খারাপ হয়ে যায়। তুরস্ক সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তার পার্লামেন্ট স্পিকারের আঙ্কারা সফরের আমন্ত্রণ প্রত্যাহার করেছে।
পালুদানের বিক্ষোভকে অনুমোদন দেওয়ার সুইডিশ পুলিশ সিদ্ধান্ত একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছে। তুরস্ক স্টকহোমের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফর বাতিল করেছে। এরদোয়ান বলেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ পোড়ানো একটি ঘৃণামূলক অপরাধ যা বাকস্বাধীনতা দিয়ে রক্ষা করা যায় না। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সুইডেনের বিষয়ে এরদোয়ানের অবস্থানের নিন্দা করেছেন।