২৪ জানুয়ারি: এই দিনে
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্যে শহীদ হন ‘শহীদ মতিউর’ নামে খ্যাত মতিউর রহমান মল্লিক। তার জন্ম ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি ঢাকায়। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি কারফিউ ভেঙে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ সেই মিছিলে গুলি চালায়। তখন শহীদ হন ছাত্রনেতা আসাদুজ্জামান। এরপর ২৪ জানুয়ারি ঢাকা আবার মিছিলে উত্তাল হয়ে উঠলে সেদিন পুলিশ গুলি চালায়। তখন পুলিশের গুলিতে নিহত হন ঐতিহ্যবাহী স্কুল নবকুমার ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মতিউর রহমান মল্লিক। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। কিশোর সৈনিক শহীদ মতিউরের রক্ত বৃথা যায়নি। তার রক্তের ধারা বেয়েই ঊনসত্তরের ছাত্র-গণঅভ্যুত্থান তুঙ্গস্পর্শী হয়, আর তারই পরিণতিতে স্বৈরাচারী আইয়ুবের ক্ষমতার অবসান ঘটে। এর পরেই আসে সত্তরের নির্বাচন, নির্বাচনে বাঙালির বিজয়, ক্ষমতা হস্তান্তর নিয়ে পরবর্তী স্বৈরশাসক ইয়াহিয়া খানের নানা ছলচাতুরী, প্রতারণা এবং সবশেষে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম। কিশোর শহীদ মতিউর শুধু ঐতিহাসিক গণ-অভ্যুত্থানেরই এক অদম্য প্রেরণাশক্তি নয়, বাঙালির মহান মুক্তিসংগ্রাম ও স্বাধীনতা অর্জনের ইতিহাসেও তার আত্মদান চিরদিন অম্লান থাকবে।