ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রেললাইনে বসা যুবকের
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত
প্রান্তডেস্ক:পারাবত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকার রেললাইনে।নিহত ওয়াহিদ ওই এলাকার মৃত দছু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টার দিকে ওয়াহিদ রেললাইনে বসা ছিলেন। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।