সুনামগঞ্জ সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব শুরু
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি, ২০২৩ ১:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৪৫ বার পঠিত

অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাস সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম, কলেজ ছাত্র সংসদের ভিপি মনিষ কান্তি দে, সাবেক ভিপি শামসুন্নাহার বেগম শাহানা, সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সৈয়দ মহিবুল ইসলাম, ছইফুল কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি নাদির আহমদ, আবুল মনসুর শওকত, সাবেক ছাত্রনেতা হারুনুর রশিদ প্রমুখ।
আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।