জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আর নেই
প্রান্তডেস্ক: জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই ।
তিনি সোমবার (২৬ ডিসেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার স্কয়ার হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলাপরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
তিনি জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে শনিবার ঢাকায় গিয়েছিলেন আকমল হোসেন। সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনসহ সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।আকমল হোসেন সম্প্রতি অনুষ্ঠিতব্য জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচেন ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।