ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ নাগরিক মঞ্চের ১১ দাবি
প্রান্তডেস্ক:একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন ও দেশের অচলাবস্থা নিরসনের দাবিতে ১১ দাবি উপস্থাপন করেছে নাগরিক মঞ্চ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া, আলেম-ওলামাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সীমান্তে হত্যা-নির্যাতন বন্ধসহ ১১ দাবি জানায় নাগরিক মঞ্চ।
আজ সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় মঞ্চের সমন্বয়ক মো. মাসুদ হোসেন এই ১১ দাবি তুলে ধরেন।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিক সমাজের সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা আমিন।তিনি বলেন, ‘৫১ বছর ধরে জনগণের হাজার হাজার সমস্যা জমা হয়েছে। এত দিন কেউ কোনো দাবি পূরণ করেনি। নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা না করতে পারলে দলে দলে, জোটে জোটে ঐক্য করে লাভ হবে না। জনগণের ঐক্য দরকার। ১১ দাবি বাস্তবায়ন করতে হলে মাঠে-ময়দানের মানুষকে জাগিয়ে তুলতে হবে। ’
আলোচনাসভায় বক্তারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করছে এবং একের পর এক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন সরকার বুঝতে পেরেছে যে, জনগণ তাদের এই দেশবিরোধী কর্মকাণ্ড জেনে গেছে ও নির্বাচনে তাদের ভরাডুবি হবে।
বক্তারা আরো বলেন, নাগরিক মঞ্চের হাত ধরে এ দেশে একটি পরিবর্তন সম্ভব হবে। বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নন। বর্তমান সরকার সাড়ে ছয় হাজার ব্যক্তিকে গুম করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে।
এ সময় তারা আলেম-ওলামা ও রাজবন্দিদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানান।
আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়ক ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, নৈতিক সমাজের উপদেষ্টা মেজর (অব.) মুজিবুল হক প্রমুখ।