দৈনিক ইত্তেফাকের জন্মদিন আজ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ | সংবাদটি 0 View
প্রান্তডেস্ক:ইত্তেফাক ৭০ বছরে পা রাখল। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা। শুধু সংবাদপত্রই নয়, বাংলাদেশের জন্মের ইতিহাসের পথেও ইত্তেফাকের এই পথচলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই ইতিহাসবিদরা বলে এসেছেন। কেননা, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। আজ-দৈনিক ইত্তেফাকের জন্মদিনে “সিলেটপ্রান্ত” দৈনিক ইত্তেফাক -কে জানাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা।কমনা করেছে দৈনিক ইত্তেফাক’র দীর্ঘায়ু।