ওমিক্রন কী না, বুঝবেন যেসব লক্ষণে…
প্রান্তডেস্ক:শীত আসতেই সর্দি-কাশির সমস্যায় কমবেশি সবাই ভুগছেন। তবে সাধারণ ফ্লু ভেবে ঠান্ডা লাগার সমস্যা অবহেলা করলেই বিপদে পড়বেন। কারণ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাস। এবার এর উপ ধরন ওমিক্রন বিএফ.সাত সাব ভ্যারিয়েন্ট আক্রান্ত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন স্থানে।
জানা গেছে, চিনে এরই মধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এমনকি ভারতের গুজরাট ও ওড়িশাতেও সন্ধান মিলেছে এই নতুন উপধরনের।
ওমিক্রন বিএফ.৭ এর উপসর্গ : জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসযন্ত্রের সংক্রমণ, মাথাব্যথা, পেটে ব্যথা এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথা ইত্যাদি।
এই ভাইরাসে সংক্রমিত কোনো ব্যক্তি একই সঙ্গে ১০-১৮ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। ফলে অত্যন্ত সাবধানে থাকা জরুরি। মাস্ক পরার অভ্যাস করুন। আর টিকা নেওয়া না থাকলে অতি অবশ্যই তা নিয়ে নিন। বাড়ির বয়স্ক ও খুদে সদস্যদের প্রতি বাড়তি সতর্কতা নিন। স্যানিটাইজার ব্যবহার করুন।
সূত্র : এনডিটিভি।