আবারও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া
প্রান্তডেস্ক:উত্তর কোরিয়া শুক্রবার দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পিয়ংইয়ং রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনারকে অস্ত্র সরবরাহ করেছে বলে হোয়াইট হাউসের দাবির কয়েক ঘণ্টা পর শুক্রবারের উৎক্ষেপণ হলো।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, আমাদের সামরিক বাহিনী জাপান সাগরে উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখতে পেয়ে। ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এর সুনান এলাকা থেকে ছোঁড়া হয়েছে বলে জানান তিনি।
জাপানের উপকূলরক্ষীরাও সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দিয়েছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো যথাক্রমে ৩৫০ কিলোমিটার এবং ২৫০ কিলোমিটার উড়েছিল।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, তার দেশ বেইজিংয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে উত্তর কোরিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সর্বশেষ উৎক্ষেপণের নিন্দা করেছেন।
মাতসুনো সাংবাদিকদের বলেন, “উত্তর কোরিয়ার ক্রমাগত কর্মকাণ্ডে উস্কানিমূলক দ্রুত বৃদ্ধি জাপানের অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, যা একেবারে অগ্রহণযোগ্য।
এই বছর উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথমবারের মতো তার দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এর পরীক্ষা পুনরায় শুরু করেছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের আশঙ্কা তারা সপ্তম পারমাণবিক পরীক্ষা আবার শুরু করার প্রস্তুতিও নিয়েছে। এর প্রতিক্রিয়ায় চলতি বছর সামরিক মহড়া বাড়িয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় গত মাসে দক্ষিণের উপকূল লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিভিএম) সহ বিভিন্ন ধরনের ২৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। যেগুলোর মধ্যে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটারের কম দূরে অবতরণ করেছে। ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এটি ঘটেছে। এর প্রতিক্রিয়ায় বেশকয়েকটি ক্ষেপনাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়াও।
সূত্র: রয়টার্স