চীনে এক সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছানোর শঙ্কা
প্রান্তডেস্ক:চীনে এক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ শীর্ষে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সাংহাই সরকার-সমর্থিত নিউজ আউটলেট দ্য পেপারে বৃহস্পতিবার চীনের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিসের পরিচালক ঝ্যাং ওয়েনহংকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘চীন এক সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ‘
তিনি আরো বলেছেন, করোনা সংক্রমণ শীর্ষে উঠে যাওয়ার ফলে গুরুতর রোগের হারও বেড়ে যাবে; যা আমাদের সমগ্র চিকিৎসা ব্যবস্থার ওপর নির্দিষ্ট প্রভাব ফেলবে।
চীনের সরকারি কর্তৃপক্ষ সে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ আসতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ না করলেও নিউমোনিয়ায় ভুগে হাসপাতালে মারা যাওয়া রোগীদের তথ্য প্রকাশ অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ।
চীনে শূন্য করোনা নীতি ও লকডাউন বিরোধী বিক্ষোভের জেরে কড়াকড়ির পথ থেকে সরে আসে সরকার। জনবিক্ষোভের মুখে ভাইরাসের সঙ্গে জীবনযাপনের দিকে অগ্রসর হওয়া দেশ হয়ে উঠেছে চীন। চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নিলে দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।
এদিকে চীনে করোনাভাইরাসের নতুন উপ-ধরন ‘বিএফ৭’ সংক্রমণ বেড়ে যাওয়ার খবরে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ পরিস্থিতিতে ভারতের বাসিন্দাদের মাস্ক পরার আবেদন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মোদি। ওই বৈঠকে মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি।
তার আগের দিন বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান তেদরোস অ্যাধহানম ঘেব্রেয়াসুস বলেছেন, চীনে করোনার এত সংক্রমণ আগে কখনো দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন।
বুধবার এক সংবাদ সম্মেলনে ঘেব্রেয়াসুস বলেন, চীনে বর্তমানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তা নিয়ে ডাব্লিউএইচও খুবই উদ্বিগ্ন। ঝুঁকিতে থাকা মানুষদের করোনার টিকা দেওয়ায় চীনকে সহায়তা করছে সংস্থাটি। এ ছাড়া দেশটির জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় সহায়তা করার প্রস্তাব দিয়ে যাবে ডাব্লিউএইচও।
সূত্র: বিবিসি।