ধীরেনসিংহ(ধীরেন দা ) শোক সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭ পূর্বাহ্ণ | সংবাদটি 0 View
প্রান্তডেস্ক:বাংলাদেশের সাম্যবাদীদল(এম,এল)এর পলিটব্যুরোর সদস্য ও সিলেট জেলা শাখার সম্পাদক প্রয়াত ধীরেন সিংহ স্মরনে আজ ( বুধবার ) বিকাল৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শোক সভার আয়োজন করছে ধীরেনসিংহ শোক সভা কমিটি ।সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন সাম্যবাদীদল (এম-এল)এর সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া।উক্ত শোক সভায় জনতার উপস্থিতি কমনা করছে ধীরেন সিংহ শোক সভা কমিটি।