জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভুল পথে বিশ্ব : জাতিসংঘ
প্রান্তডেস্ক:জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সরকার যেন কার্যকরী পদক্ষেপ নেয়, সেটি নিশ্চিতে আগামী বছর জলবায়ু নিয়ে একটি ‘গুরুতর’ সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
সোমবার (১৯ ডিসেম্বর) একটি সংবাদ সম্মেলনে এমন কথা জানান গুতেরেস। তিনি বলেছেন, বৈশ্বিক তাপমাত্র বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল, সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভুল পথে যাচ্ছে বিশ্ব। এছাড়া নির্গমণ মাত্রা কমানোর যে অঙ্গিকার বিশ্বের বিভিন্ন দেশের সরকার করেছিল, সেটি তারা অর্জন করতে পারেনি।
জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, ২০২৩ সালের সেপ্টেম্বরে জলবায়ু নিয়ে এ গুরুতর সম্মেলন আয়োজন করা হবে। এতে সরকারগুলোকে দায়ি করা হবে এবং এ অবস্থার উন্নতির জন্য বাস্তব পরিকল্পনা গ্রহণে চাপ দেওয়া হবে।
সম্মেলনের ব্যাপারে গুতেরেস বলেছেন, সম্মেলনটি সবার জন্য উন্মুক্ত থাকবে, তবে এখানে যোগ দিতে ফি দিতে হবে এবং যোগ দেওয়ার ফি হলো জলবায়ু নিয়ে কোনো আপস না করা। বিশ্বাসযোগ্য, গুরুতর এবং নতুন জলবায়ু পদক্ষেপ নেওয়া। এটি হবে একটি গুরুতর সম্মেলন, কোনো ব্যতিক্রম নয়, কোনো ছাড় নয়। এখানে ত্রুটি-বিচ্যুতি এবং অন্যের ওপর দোষ চাপানোকারীদের কোনো স্থান হবে না।এদিকে চলতি বছরের নভেম্বরে মিসরে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ২৭ অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ‘লস অ্যান্ড ড্যামেজ’ নামে একটি তহবিল গঠন করা হয়। তবে নির্গমণ হ্রাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত থাকে। সূত্র : আলজাজিরা।