আজ সাম্যবাদী রাজনীতিবিদ জোসেফ স্তালিন’র প্রয়ানদিবস।
প্রান্তডেস্ক:জোসেফ স্তালিন বা ইওসিফ ভিসসারিওনোভিচ স্তালিন একজন সাম্যবাদী রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা। লেনিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন (১৯২২-১৯৫২) এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রীপরিষদের চেয়ারম্যান (১৯৪১-১৯৫৩) হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রথমদিকে সম্মিলিত নেতৃত্বের অংশ হিসেবে দেশ পরিচালনা করেন। আন্তঃযুদ্ধ যুগের সব থেকে আলোচিত সমাজতান্ত্রিক ব্যাক্তিত্বদের একজন ছিলেন তিনি।
স্তালিন সোভিয়েত ইউনিয়নে কেন্দ্রীয়ভাবে পরিচালিত অর্থনীতি ব্যবস্থার প্রচলন করেন। তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের প্রায় সবটুকুই অর্থনৈতিকভাবে অনগ্রসর ছিল। স্তালিনের দ্রুত শিল্পায়ন ও কৃষিকার্যের যৌথীকরণের মাধ্যমে পুরো দেশটি অল্প সময়ের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি হিটলারের জার্মানী সোভিয়েত ইউনিয়ন আক্রমন করলে সোভিয়েত ইউনিয়ন আগ্রসী জার্মানীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এবংহিটলারের নেতৃত্বাধীন জর্মনীকে পরাজিত করে। নাৎসি জার্মানির পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্তালিন।