প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি 0 View
সম্পাদকীয়::বাঙ্গালি জাতির মুক্তি আর্জনের ৫১বছর অতিতিক্রান্ত হলো আজ ১৬ডিসেম্বর ২০২২খৃ:। ১৯৭১সালের আজকের দিনে হানাদার পাকবাহিনীকে পরাজিত করে পৃথিবীর বুকে বাংলাদেশের লাল সবুজ পতাকা তুলেছিল ৩০লাখ শহীদ আর দু-লাখ আত্মত্যাগী মা-বোন।মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল জনগন-কতৃক, জনগনের দ্বারা,জনগনের জন্য রাষ্ট্ররূপে বাংলাদেশকে গড়ে-তোলা আর দেশের নাগরিকদের অন্ন, বস্ত্র,শিক্ষা ,চিকিৎসাও বাসস্থানের নিশ্চয়তা প্রতিষ্ঠাকরা। কিন্তু আজও অর্জিত হয়নি সে-লক্ষ্য। আসুন আজ বিজয়ের ৫১তম বার্ষিকীতে আমরা শপথ নেই এবংঐক্যবদ্ধভাবে এগিয়ে চলি ৩০লাখশহীদআর দু-লাখ বীরাঙ্গনার স্বপ্নবাস্তবায়নে।