রাজশাহীতে পুলিশের ওপর শিবিরের হামলা, ৬ জন আটক
প্রান্তডেস্ক:রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নগরীর শাহ মখদুম থানা জামায়াতের নায়েবে আমীর হাফিজুর রহমান রয়েছেন।এ দিকে হামলার পর সতর্কতা জোরদার করেছে পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগরীর নিউমার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির। দলের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করেন তারা। মিছিল শেষে নগরীর উপশহর মোড় এলাকায় ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। এতে এসআই আবু হায়দার ও কনস্টেবল আহাদ আহত হন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো প্রায় দেড়শ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।