জঙ্গি শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়

প্রান্তডেস্ক: দেশের মধ্যে রাজনৈতিক সংকট তৈরির জন্য স্বাধীনতা বিরোধী জঙ্গি শক্তি সামনের নির্বাচনকে বানচাল করতে চায়।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ‘স্পর্দায় তাড়াব ধেয়ে আসা যত কালো’ শীর্ষক বিজয় উৎসব ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কবি মুহাম্মদ সামাদ এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে এ সময় লিখিত বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় উৎসব ২০২২ উদ্বোধন উপ কমিটির আহ্বায়ক ঝুনা চৌধুরী, সদস্য সচিব আজহারুল হক আজাদ, রবীন্দ্র সরোবর উপকমিটির আহ্বায়ক মাসুদুজ্জামান সদস্য সচিব নাঈম হাসান সুজা, শহীদ মিনার উপকমিটির আহবায়ক আখতারুজ্জামান, সদস্য সচিব অনন্যা লাবনী সহ অন্যরা।
মুহাম্মদ সামাদ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি- জামায়াত জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়৷ ৩৩টি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারা সক্রিয় হচ্ছে। জামায়াত-বিএনপির বিপক্ষে আমাদের অবস্থান স্পষ্ট৷
তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক কর্মসূচিকে দেশ-বিদেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তাতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আরও সবল হবে।
লিখিত বক্তব্যে গোলাম কুদ্দুছ বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র বিএনপি নেতা হুম্মাম চৌধুরীর বক্তব্য এবং ১০ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে বিএনপি ঘোষিত দশ দফার মধ্যে জঙ্গি দমন আইন বাতিলের দাবি আমাদেরকে শঙ্কিত করে তোলে। এমনি পরিস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রত্যাশা হলো, অসাম্প্রদায়িক উদারবাদী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ। ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য সম-অধিকারের বাংলাদেশ নিশ্চিতকরণে এই ঐক্যবদ্ধতার কোন বিকল্প আছে বলে আমরা মনে করি না। একই উদ্দেশ্যে দেশব্যাপী একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু হয়েছে।