প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ | সংবাদটি 0 View
পণ্ডিত রবি শঙ্করের জন্ম ব্রিটিশ ভারতের বারানসিতে ৭ এপ্রিল ১৯২০ সালে। সংগীতজ্ঞ হিসেবে সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সুপরিচিত। আদি পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। বাবার নাম শ্যাম শঙ্কর চৌধুরী এবং মা হেমাঙ্গিনী। ১৯৩০ সালে তিনি প্যারিসে বড় ভাই উদয় শঙ্করের কাছে শিক্ষাগ্রহণের জন্য যান এবং ১২ বছর বয়স থেকেই তিনি ভাইয়ের নাচের দলের নৃত্যশিল্পী ও সেতারবাদক হয়ে বিভিন্ন অনুষ্ঠান করে বেড়িয়েছেন ভারত ও ইউরোপের নানা শহরে। ১৯৩৮ সালে ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। ১৯৩৯ সালে ভারতের আহমেদাবাদ শহরে রবি শঙ্করের প্রথম সাধারণের জন্য উন্মুক্ত একক সেতার পরিবেশন অনুষ্ঠান হয়। তিনি কবি ইকবালের সারে জাঁহাসে আচ্ছা কবিতাকে সুর দিয়ে ভারতীয় জাতীয় সংগীতের পর সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৪৯ সালে তিনি দিল্লিতে অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক হিসেবে যোগ দেন। এ সময়ে তার উল্লেখযোগ্য সৃষ্টি পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার চলচ্চিত্রের সংগীত পরিচালনা। ১৯৬২ সালে তিনি কিন্নর স্কুল অব মিউজিক, বোম্বে এবং ১৯৬৭ সালে কিন্নর স্কুল অব মিউজিক, লস অ্যাঞ্জেলেস স্থাপন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায় ও তহবিল সংগ্রহের জন্য পাশ্চাত্যের জনপ্রিয় সংগীত শিল্পী জর্জ হ্যারিসনসহ অন্যদের নিয়ে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ইতিহাসের সবচেয়ে বড় চ্যারিটি কনসার্ট ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর অন্যতম সংগঠক রবি শঙ্কর। ভারত সরকারের পদ্মবিভূষণসহ নানা পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন। ১২ ডিসেম্বর ২০১২ সালে রবি শঙ্কর মৃত্যুবরণ করেন।