পল্লী সম্রাটকে নিয়ে বই, লেখা চাইলেন মেয়ে
প্রান্তডেস্ক: প্রয়াত কিংবদন্তি ও পল্লীগানের সম্রাট আবদুল আলীমকে নিয়ে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বইটি প্রকাশ করবে পল্লী সম্রাট আবদুল আলীম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর এই বইয়ের জন্য লেখা আহ্বান করেছেন সংগীতের কিংবদন্তি এই শিল্পীর মেয়ে নুরজাহান আলীম।
মেয়ের ভাষ্য, ‘যারা শিল্পী আবদুল আলীম সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। আর যারা আবদুল আলীম সম্পর্কে জানেন বা তার সান্নিধ্য পেয়েছেন কিংবা তাকে নিয়ে গবেষণা করেন- তারা এই বইয়ে লিখতে পারেন। আশা করি, আবদুল আলীমকে নিয়ে যারা লিখতে চান তারা দ্রুত লেখা পাঠাবেন। বইটি প্রকাশিত হলে নতুন প্রজন্ম এই মহান শিল্পী সম্পর্কে জানতে পারবে।’নুরজাহান আলীম আরও বলেন, ‘শিল্পী আবদুল আলীমের স্মৃতিবিজড়িত যদি কোনো ছবি অথবা অন্য কিছু থাকে তাও অবশ্যই মেইল করবেন। যে যতটুকু পারবেন তাই লিখে পাঠাবেন। এই ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে লেখাটি দিলে আমাদের জন্য ভালো হবে।’
তিনি জানান, বইটির নাম এখনো ঠিক করা হয়নি। সম্ভবত আবদুল আলীমের কোনো গানের অংশ বিশেষ দিয়েই বইটির নাম রাখা হবে। আর আসছে অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করা হবে।
লেখা পাঠানোর ঠিকানা- nurjahanalim@gmail.com।