৭২ বছরে পা দিলেন রজনীকান্ত
প্রান্তডেস্ক: ভারতের অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত ৭২ বছরে পা দিলেন। সোমবার (১২ ডিসেম্বর) ৭২ বছরে পদার্পন করলেন এই গুণী অভিনেতা। অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। শুভেচ্ছায় সিক্ত করছেন তারকারা।
কমল হাসান, ধানুশ, দুলকার সালমান সহ ভারতের জনপ্রিয় তারকারা রজনীকান্তকে আন্তরিক শুভেচ্ছা বার্তা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।
দক্ষিণের আরেক সুপারস্টার কমল হাসান টুইটারে রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের টুইট বার্তায় তিনি লিখেছেন, “আমার প্রিয় বন্ধু সুপারস্টার রজনীকান্তের শুভ জন্মদিন। এই শুভ দিনে আপনার সাফল্যের যাত্রা অব্যাহত রাখার জন্য শুভেচ্ছা জানাই। ”
রজনীকান্ত
অভিনেতা দুলকার সালমান রজনীকান্তের একটি ফ্যান মেড পোস্টার পোস্ট করেছেন। রজনীকান্তের ‘বাবা’ চলচ্চিত্রের লুক থেকে বানানো পোস্টারটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন সুপারস্টার রজনীকান্ত স্যার! আপনি সর্বোত্তম। চিরকাল এভাবেই আমাদের অনুপ্রাণিত করুন। দক্ষিণের আরেক তারকা ধানুশ নিজের টুইট বার্তায় লিখেছেন, “শুভ জন্মদিন থালাইভা। ”
অনিরুধ রবিচন্দর, কেএস রবিকুমার, রাঘব লরেন্স, নেলসন দিলীপকুমার সহ দক্ষিণের জনপ্রিয় তারকারাও রজনীকান্তকে তার বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, রজনীকান্ত তার আসন্ন ছবি ‘জেলার’-এর প্রচারনায় ব্যস্ত রয়েছেন। সোমবার (১২ ডিসেম্বর) ‘জেলার’ সিনেমা টিম জানিয়েছে যে রজনীকান্ত মুথুভেল পান্ডিয়ান নামে একটি চরিত্রে অভিনয় করবেন। সোমবার সন্ধ্যা ৬টায় তার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হবে সিনেমাটির।
রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ‘আন্নাতে’ সিনেমায়। সান পিকচার্স প্রযোজিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন কীর্তি সুরেশ, নয়নতারা, কুশবু সুন্দর, মীনা এবং জগপতি বাবু।
সূত্র : হিন্দুস্তান টাইমস