এই দিনে
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ | সংবাদটি 0 View
সাংবাদিক, সম্পাদক ও রাজনীতিবিদ জহুর হোসেন চৌধুরীর জন্ম ফেনীর দাগনভূঞায় ১৯২২ সালের ২৭ জুন। তার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তার পড়াশোনার হাতেখড়ি পরিবারে। পরে পাঠশালা ও প্রাইমারি স্কুলে। এরপর তিনি ভর্তি হন বাবার কর্মস্থল সিরাজগঞ্জের এক উচ্চ বিদ্যালয়ে। ১৯৩৮ সালে ম্যাট্রিক পাস করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইএ ভর্তি হন। সেখান থেকেই ১৯৪০ সালে আইএ এবং ১৯৪২ সালে ইতিহাসে অনার্সসহ বিএ পাস করেন। ১৯৪৩ সালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি এমএ পরীক্ষা দিতে পারেননি। তার সাংবাদিক জীবনের সূচনা হয় হাবীবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকায়। ১৯৪৫ সাল থেকে একাদিক্রমে তিনি শিক্ষানবিশ, সম্পাদক ও সাংবাদিক হিসেবে কাজ করেন কলকাতা থেকে প্রকাশিত দ্য স্টেটসম্যান, কমরেড ও স্টার অব ইন্ডিয়া পত্রিকায়। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন। ১৯৫১ সালে তিনি দৈনিক সংবাদে সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন এবং ১৯৫৪ সালে সম্পাদক নিযুক্ত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে সংবাদ সাময়িকভাবে বন্ধ থাকা পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত ছিলেন। দেশ স্বাধীন হলে তিনি কাউন্টার পয়েন্ট নামে একটি ইংরেজি সাময়িকী সম্পাদনা করেন। দৈনিক সংবাদে তিনি ‘দরবার-ই-জহুর’ নামে যে কলাম লিখতেন, তা খুবই জনপ্রিয় ছিল। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। পরে তিনি নেপথ্যে থেকে আইয়ুববিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৮১ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর তিনি মারা যান।