পল্টনে গণঅধিকার পরিষদের মিছিল ছাত্রলীগের বাধায় পণ্ড
প্রান্তডেস্ক:রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল ছাত্রলীগের বাধায় পণ্ড হয়েছে। এরপর জামান টাওয়ারস্থ নিজেদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে দলটি।
আজ শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় জামান টাওয়ারে এক সেমিনারের আয়োজন করা হয়। পরে পৌনে পাঁচটার দিকে সেমিনার শেষে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে একটি র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে পৌঁছলে পল্টন থানা ছাত্রলীগের বাধার মুখে পড়ে। তবে পুলিশের হস্তক্ষেপে দুপক্ষে দু দিকে সরিয়ে দেওয়া হয়। পরে মিছিল সমেত নিজেদের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। র্যালিতে হামলার চেষ্টা সরকারে ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিঃশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, জনগণের মুক্তির জন্য লড়াই ব্যাতীত আর কোনো পথ খোলা নাই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণ প্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন উপস্থিত ছিলেন।