রাবি শিক্ষার্থীরা আলোচনায় বসবে
প্রান্তডেস্ক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ‘আমরণ অনশন’ কর্মসূচি তিনদিন পর স্থগিত করা হয়েছে। আগামী ২ মার্চ আলোচনার শর্তে শুক্রবার দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।এর আগে গত বুধবার বেলা ১১টা থেকে বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে এই কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান আগামী ২ মার্চ সিনেট ভবনে আলোচনায় বসার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা আহ্বান অমান্য করে কর্মসূচি চালিয়ে যান। অবশেষে তিনদিন পার হওয়ার পর আলোচনায় বসার সিদ্ধান্ত মেনে নিয়ে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ৫২ জন শিক্ষার্থী।শিক্ষার্থীরা বলেন, ২ তারিখ আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আলোচনায় বসার সিদ্ধান্তে উপনীত হয়েছি। তাই কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল বলেন, শিক্ষার্থীরা আমাদের আলোচনার আহ্বানে সারা দিয়েছে। আমরা অবশ্যই সুষ্ঠু বিবেচনা করবো। আমাদের ক্লাস পরীক্ষায় এখন নিয়মিত চলবে।বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি মাহমুজ আল-আমিনসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।প্রসঙ্গত, পিএসসি’তে বিষয় কোড অন্তর্ভুক্তের দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন বিভাগের শিক্ষার্থীরা। গত বুধবার বেলা ১১টায় বিভাগের নাম পরিবর্তন করে ‘ফলিত পরিসংখ্যান’ করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।