পিকনিকের বাস খাদে, নিহত ৩
প্রান্তডেস্ক:কুমিল্লার দাউদকান্দিতে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। দাউদকান্দির জিংলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের বাসটিতে চড়ে কক্সবাজার বেড়িয়ে এসে একদল ঢাকায় ফিরছিল।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস বাস চাপাপড়া পথচারী ও ৪ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় দাউদকান্দি ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পথচারী ও ২ বাসযাত্রীর মৃত্যু ঘটে। নিহতরা হলেন- পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা। বাসযাত্রী ঢাকার কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার রমজান আলী।
আহত ব্যক্তিদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা বাসটি বেপরোয়া গতিতে চলছিল। জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এসআই শাহাদাত হোসেন বলেন, ঢাকার পাটুয়াটুলীর প্রায় ৫০ জন কাপড় ব্যবসায়ী কক্সবাজারে বনভোজনে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। লাশ দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।