এই দিনে ২৯ ফেব্রুয়ারি
প্রান্তডেস্ক:ভাষাসৈনিক, সংগঠক ও রাজনীতিবিদ অলি আহাদের জন্ম ১৯২৮ সালের (মতান্তরে ১৯২৭) ২৯ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর গ্রামে। তিনি দাউদকান্দি সরকারি উচ্চবিদ্যালয় থেকে প্রবেশিকা ও ঢাকা কলেজ থেকে আইএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে বিকম পাসের পর বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তার এমকম ক্লাসে ভর্তির আবেদন রাজনৈতিক বিবেচনায় প্রত্যাখ্যান করে। ছাত্রজীবনেই মুসলিম জাতীয়তাবাদে তিনি উদ্বুদ্ধ হন। ১৯৪৪ সালে ঢাকা কলেজ শাখা মুসলিম ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ গঠনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৯৪৮ সালে তারই অগ্রণী ভূমিকায় ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ গঠিত হয়। তিনি নির্বাচিত হন ঢাকা জেলা কমিটির আহ্বায়ক। গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি অগ্রাহ্য হলে তিনি রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠন করেন। ১১ মার্চ কমিটির ডাকে সাধারণ ধর্মঘট পালনকালে অলি আহাদসহ শেখ মুজিবুর রহমান, খালেক নেওয়াজ খান ও শামসুল হক আটক হন। সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে তিনি ১৯৫০ সালে ‘নিখিল পূর্ব পাকিস্তান শিক্ষা সম্মেলন’ ডাকেন। ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অধিকাংশ সদস্য ১৪৪ ধারা ভঙ্গের বিরোধী ছিলেন। কিন্তু অলি আহাদ, আবদুল মতিনসহ চারজন পক্ষে অবস্থান নেন। তারাই ২২ ফেব্রুয়ারি রাতে প্রথম শহীদ মিনার নির্মাণ করেন। মওলানা ভাসানী ন্যাপ গঠন করলে অলি আহাদও যুক্ত হন। ১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাশনাল লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৪ সালে ‘বিশেষ ক্ষমতা আইনে’ তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ছাড়া হয়। কারাগারে থাকা অবস্থায় তিনি ‘জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫’ (১৯৮২) নামক বইটি রচনা করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০০৪ সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। তিনি ২০১২ সালের ২০ অক্টোবর মারা যান।( সৌজন্যে: দেশরূপান্তর)