চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ, পুলিশসহ আহত ৫
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১১:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড় পুলিশ বক্সে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।কে বা কারা এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হামলার সঙ্গে এর আগে ঢাকায় পুলিশ বক্সে নব্য জেএমবির বোমা হামলার যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।