বিদ্যুতের বাড়তি দাম মেনে নিন: কাদের
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে।
রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে আজ শুক্রবার আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন ওবায়দুল কাদের। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।