জগন্নাথপুর পৌর নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ৩:০০ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিলো গতকাল ২৭ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার)।
এদিন বিকেল ৫টা পর্যন্ত ৪জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী আয়হান ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের পুত্র আবুল হোসেন সেলিম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।