এক পথে, এক মতে ডান-বাম
প্রান্তপ্রতিবেদক:দিল্লিতে NRC ও CAA এর নামে বর্বর সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটায় সিলেট সিলেট সিটি পয়েন্টে বাম গনতান্ত্রিক জোট সিলেটের সমন্বয়ক, সিপিবি সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক খায়রুল হাছানের সভাপতিত্বে ও বাসদ( মার্কসবাদী) সিলেটে জেলার সদস্য রেজাউর রহমান রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ ( মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, ইউনাইটেড কমিউনিস্ট লীগ সিলেটের সংগঠক এম.এ হাসিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে NRC,CAA কে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। দিল্লিতে আন্দলনকারীদের উপর হামলা ও হত্যা তার পেছনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ভারত-যুক্তরাষ্ট্র সামরিক চুক্তিকে আড়াল করতে ও ভোটের রাজনীতিতে টিকে থাকতে এই হামলা ও ঘৃণা ছড়ানো হচ্ছে।
বক্তারা ভারতের অসাম্প্রদায়িক চরিত্রকে হরণকারী বর্তমান ক্ষমতাসীন দল বি.জে.পি. এর সমালোচনা করেন এবং অবিলম্বে ভারতে এই সাম্প্রদায়িকতা বন্ধে আহবান জানান। মুজিব বর্ষে বাংলাদেশে নরেন্দ্র মোদীকে বয়কট করার ঘোষণা দেন বক্তারা।অপরদিকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে। বৃহস্পতিবার বিকালে নগরে এই মিছিল করে মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। নগরের সোবহানীঘাট পয়েন্ট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট হয়ে পুর্বজিন্দাবাজারে গিয়ে আবুতোরাব পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা মোবারকপুরী বলেন, ‘নরেন্দ্র মোদী দিল্লির নিরহ মুসলমানদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়ে, ঘরবাড়ি এবং মসজিদে অগ্নিসংযোগ করে মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছেন তা কুখ্যাত হিটলারকেও হার মানায়। আন্তর্জাতিক আদালতে কসাই মোদীর বিরুদ্ধে চূড়ান্ত বিচারের দাবি জানাচ্ছি।’
জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী বলেন, ‘মুসলমানদের হত্যা, অগ্নিসংযোগ, নির্বিচারে নারী-পুরুষের রক্তে হুলি খেলে কসাই মোদী বাংলার জমিনে পা রাখার অধিকার হারিয়ে ফেলেছেন। আগামী ১৭ই মার্চ আমরা মোদীকে বাংলার মাঠিতে পা রাখতে দেব না ইন শা আল্লাহ।’