জনগণের সাথে এমপি নাহিদের গণসাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলায় সর্বস্তরের জনগণের সাথে এলাকার বিভিন্ন উন্নয়ন, সমস্যা, দাবী, করণীয় ও পরামর্শ বিষয়ক গণসাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এসময় জনগনের কথা মনযোগ দিয়ে শুনেন, খাতায় নোট করেন ও কিছু সমস্যা সমাধান ওখানে বসেই করেন। সেই সাথে নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষ দলীয় নেতাকর্মীর সার্বিক খোজ খবর নেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।এসময় উপজেলা আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাত দিনের সফরে এমপি নাহিদ নিজ নির্বাচনী এলাকা বিয়ানীবাজার, গোলাপগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।