৮ ঘন্টার ব্যস্ত সফরে সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী
প্রান্তপ্রতিবেদক: মাত্র ৮ ঘন্টার ব্যস্ত সফরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
এবারের সফরসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ১২টায় সিলেট সদর উপজেলার মহালদিক-সুইসগেইট রাস্তা উদ্বোধন, সোয়া ১২টায় পথেঘর-এইচবি রাস্তার উদ্বোধন, সাড়ে ১২টায় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন, বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের নতুন ভবনের উদ্বোধন ও বিকাল সাড়ে ৪টায় নগরীর জল্লারপাড়ে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন ড. মোমেন।