প্রচ্ছদ খোলা কলাম এই দিনে: ২৭ ফেব্রুয়ারি এই দিনে: ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত প্রান্তডেস্ক:ইভান পেত্রোভিচ পাভলভের জন্ম ১৮৪৯ সালের ২৬ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে, যার আগের নাম ছিল লেনিনগ্রাদ। পেশায় চিকিৎসক হলেও বস্তুবাদী গবেষণার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। তার সবচেয়ে বড় অবদান ‘সাপেক্ষ প্রতিবর্ত’ ব্যাখ্যাকারী গবেষণাগুলো। তিনি গুরুমস্তিষ্কের অনেক প্রতিবর্ত ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করেন এবং গবেষণার মাধ্যমে কুকুরের দেহে কীভাবে এসব প্রতিবর্ত তৈরি হয় ও কাজ করে, তা প্রমাণ করেন। তিনি ১৯০৪ সালে পৌষ্টিক প্রণালির ওপর গবেষণার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। রাশিয়ার যে অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন সেটির নাম রায়জান। ১১ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার বাবা ছিলেন গ্রামের ধর্মযাজক। বাবার ইচ্ছানুযায়ী স্নাতক পাস করার পর তিনি গ্রামের কাছাকাছি এক ধর্মবিদ্যালয়ে ভর্তি হন। ১৮৭৫ সালে শারীরবিদ্যা বিষয়ে কৃতকার্য হন এবং চিকিৎসাবিদ্যায় মনোনিবেশ করেন। ১৮৮০ সালে পাস করে চিকিৎসক হওয়ার পর তিনি সেন্ট পিটার্সবুর্গে চাকরির আবেদন করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে চাকরিটা পাননি। পরে গবেষণাকাজে লিপজিগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাডউইকের সঙ্গে কাজ করেন। সেখানে বিজ্ঞানী ওনডটের সঙ্গে পরিচিত হন। ১৮৯০ সালে সেন্ট পিটার্সবুর্গে যে কলেজে ডাক্তারি পড়েছিলেন, সে কলেজেই অধ্যাপনার কাজ পান। তিনি গবেষণাধর্মী কাজই বেশি করতেন। তার প্রধান খ্যাতি কুকুরের সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার গবেষণাকে কেন্দ্র করে। এই গবেষণার মাধ্যমে মানুষ ও পশুর মস্তিষ্কের সঙ্গে বাইরের উত্তেজকের সম্পর্কের বিধান আবিষ্কার করেন। তার সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার তত্ত্বের ভিত্তিতে আধুনিক মনোবিজ্ঞানে বস্তুবাদী ও আচরণবাদী গবেষণা ও ব্যাখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি ১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।(:সৌজন্য:দেশরূপান্তর) খোলা কলাম এর আরও খবর এই দিনে: ৩০ জানুয়ারি ভারতের জাতির জনক মোহনদাস কর্মচন্দ গান্ধী’র মৃত্যু দিন আজ ঐতিহ্য পুরুষ জহির রায়হান ৩০জানুয়ারী:ইতিহাসের এইদিনে