প্রচ্ছদ আন্তর্জাতিক আনোয়ার ইব্রাহিমই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী! আনোয়ার ইব্রাহিমই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী! প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত প্রান্তডেস্ক:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিয়েছেন আইনপ্রণেতারা। সূত্র : রয়টার্স। গত মঙ্গলবার রাজনৈতিক দল পিকেআর প্রেসিডেন্ট আনোয়ারকে সমর্থনের ঘোষণা দেন ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সব আইনপ্রণেতা। দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমের নাম উপস্থাপন করেন পিকেআরের আইন প্রণেতারা। আমানাহ জোটের সংসদ সদস্যরাও এতে সমর্থন দিয়েছেন। গতকাল রাজার সামনে ডিএপি দলের আইনপ্রণেতারাও আনোয়ারকে সমর্থন দেন। এর আগে দেশটির রাজার সঙ্গে সাক্ষাতের পর আইনপ্রণেতা ওয়াংসা মাঝু তান ইই কিউ বলেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতে আমি বিধিবদ্ধ ঘোষণায় স্বাক্ষর করেছি। আন্তর্জাতিক এর আরও খবর আমি বাবার কাছে থাকতে চাই: জাপানি ছোট মেয়ে অযোধ্যায় রামের মূর্তি গড়া শুরু আজ চিত্রশিল্পীকামরুল হাসানের ৩৫ তম প্রয়াণ বার্ষিকী আজ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের৮৪ তম জন্মদিন