সিংহের খাঁচায় মিললো কিশোরের মরদেহ
প্রান্তডেস্ক:নিখোঁজের পর পাকিস্তানের লাহোর সাফারি চিড়িয়াখানার সিংহের খাঁচায় মিললো মুহাম্মাদ বিলাল নামের এক কিশোরের মরদেহ। ধারণা করা হচ্ছে, প্রাচীর ভেদ করে খাঁচার ভেতর চলে গিয়েছিলেন ১৭ বছর বয়সী ওই কিশোর। তবে মুহাম্মাদ বিলালের মৃত্যুর জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠ-পোষকতায় পরিচালিত চিড়িয়াখানাটির কর্মচারীদের অবহেলাকে দায়ী করছেন স্থানীয়রা।জানা গেছে, কাজে অবহেলার কারণে সম্প্রতি ওই চিড়িয়াখানার বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। দুর্ঘটনার বিষয়ে চিড়িয়াখানাটির পরিচালক চৌধুরী শাফকাত বলেন, ১৭ বছর বয়সী কিশোর একজনকে খোঁজার কথা বলে রাতে চিড়িয়াখানায় প্রবেশ করে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে অনেক রাত হয়ে গেছে এখন যাওয়াটা মারাত্বক হতে পারে।বুধবার সকালে চিড়িয়াখানার কর্মচারীরা ওই কিশোরের মাথার খুলি এবং হাড়গোর খুঁজে পান। পরে তার আত্মীয়রা নিহতের কাপড় দেখে পরিচয় নিশ্চিত করেন।