বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কেউ নেই
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, সিঙ্গাপুর ও আবুধাবিতে আক্রান্ত ছয় বাংলাদেশির অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশে এ পর্যন্ত ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কোনো নমুনাতেই প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাই এটি নিশ্চিত করে বলা যায় যে, বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত কেউ নেই।বুধবার (২৬ ফেব্রুয়ারি) করোনা ভাইরাস নিয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব একথা বলেন।