দিল্লি সংঘর্ষ: গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে। আর এই সংঘর্ষের মধ্যে দিল্লিতে উদ্ধার করা হলো ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দিল্লির একটি পয় নালা থেকে অঙ্কিত শর্মা নামের ওই গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা পিটিয়ে অঙ্কিত শর্মাকে হত্যা করেছে।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনো চলছে।এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।